আগেকার জেনারেশন মানুষের কথা শুনে শুনে একটা সিদ্ধান্ত নিতো। এখনকার জেনারেশন বেকুব না। এখন ইন্টারনেট ঘাটলে সব তথ্য হাতের নাগালেই পাওয়া যায়, সব কিছু পরিষ্কার হয়ে যায়। মানুষের কথায় বিভ্রান্ত হয়ে কোন ফায়দা নেই।
সুতরাং কোথায় কোন কারণে বিনিয়োগ করছেন সেটা ভাবুন আগে।
আগেই বলেছি বীমা মানে আপনার অর্থ ডাবল করা না। বীমা মানে কিছু অর্থ জমানোর পাশাপাশি আপনার জীবনের নিরাপত্তা গ্রহন করা। অর্থাৎ আপনি ১০ লাখ টাকার বীমা গ্রহন করলে ইন্সুরেন্স আপনার জীবনের সুরক্ষায় ৩০ লক্ষ টাকা পর্যন্ত আপনার জন্য ব্যাকআপে রাখে। আপনি নির্দিষ্ট কোন রোগে আক্রান্ত হলে বা দূর্ঘটনার শিকার হলে এক ব্যকআপ অর্থটা ইন্সুরেন্স আপনার পিছনেই খরচ করবে এবং মেয়াদ শেষে আপনার জমানো ১০ লক্ষ অর্থের সাথে কিছু লাভসহ আপনাকে ফেরত দিবে। আর আপনি যদি আল্লাহর রহমতে সুস্থ থাকেন তবে সেক্ষেত্রেও আপনার সেই জমানো ১০ লাখ টাকার সাথে অল্প কিছু টাকা বাড়তি যোগ করে আপনাকে ফেরত দিবে। আর আল্লাহ না করুন দূর্ঘটনা জনিত কারণে আপনার যদি কিছু হয়ে যায় তখন আপনার পরিবারের পাশে এসে দাড়ায় বীমা কোম্পানি। আপনার নমিনির হাতে এককালীন সর্বোচ্চ ৩০ লক্ষ টাকা দিবে যেটা আপনার পরিবারকে সামনে এগিয়ে যাওয়ার ব্যাপারে বিশাল সহায়ক হবে।
বীমা সবাই করে না!
দু ধরণের মানুষ সাধারণত জীবনবীমা করে
১. যে নিজেকে ভালোবাসে
২. যে তার পরিবারকে ভালোবাসে
বীমা কোম্পানীতে কোন আহামরি লাভ দেয়া হয় না। বীমা এমন একটি পরিকল্পনা যেখানে আপনার বিপদে আপনার পাশে এসে দাড়াবে বীমা কোম্পানি। যদি কোম্পানিটি ভালো হয়।
দেখুন বিপদ আপদ বলে কয়ে আসে না! সত্য বিষয়টি সবসময় সত্যই থাকে। বিপদে পড়লে তখন কাউকে পাশে পাবেন না।
কাউকেই না, বিশ্বাস করেন!
তখন এই বীমাটিই আপনার সহায় হয়ে আপনার জীবনে শক্তির সঞ্চার করবে।
ইন্সুরেন্স সবচাইতে দ্রুত বীমাদাবি পরিশোধে এগিয়ে। তাই ইন্সুরেন্স সেরা। ইন্সুরেন্স আপনার বিনিয়োগ নিশ্চিত করুন। বিপদে নিজে সুরক্ষিত থাকুন, পরিবারকেও সুরক্ষিত রাখুন।
🌿 Insurance 🌿
জীবনের পথে চলি একসাথে
0 Comments